ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দল না পাওয়ার বিষয়টি অবাক করেছে ক্রিকেটানুরাগীদের। বিশ্বসেরা এই অলরাউন্ডারের প্রতি কেনো আইপিএলের কোনো দল আগ্রহ দেখায়নি সে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহম্মেদ শিশির। তার দাবি, বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের জন্যই সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। কারণ সে সময়ে সাকিব বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেই ব্যস্ত থাকবেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের স্ত্রী শিশির লিখেছেন, ‘আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে দেই, কয়েকটা দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে নাকি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সফরের জন্য সে পারতো না! এই কারণেই তাকে নিলাম থেকে কেউ নেয়নি।’
দেশের খেলা বাদ দিয়ে সাকিব কেন আইপিএল খেলতে চান, এ নিয়েও সমালোচনা হয় প্রায়ই। মাঝেমধ্যে তাকে বলা হয় বিশ্বাসঘাতক! আইপিএল নিলাম প্রসঙ্গে ওই কথা আবারও স্মরণ করেছেন শিশির। আইপিএলে দল পেয়ে শ্রীলঙ্কা সফরে না থাকলে তাকে কি বিশ্বাসঘাতক বলা হতো? এই প্রশ্ন তুলেছেন তিনি।
শিশির লিখেছেন, ‘আইপিএলে দল না পাওয়া খুব বড় কোনো বিষয়ও না, কারণ সবসময়ই পরের বছর আছে। যদি তাকে দল পেতে হতো, তাহলে শ্রীলঙ্কা সফর মিস করতে হতো। তখন কি আপনারা একই কথা বলতেন? নাকি বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’