শিরোনাম:
হাসপাতালের কর্মচারি মারা গেল ডাক্তারের গাফিলতিতে এসএসসি পরীক্ষায় ফেল, লজ্জায় কিশোরীর আত্মহত্যা ৯ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র সাবাব চরজব্বার থানার ওসি প্রত্যাহার নেভেনি সুন্দরবনের আগুন, সূত্র খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি, সময় লাগবে ২-৩ দিন, হলফনামায় মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ভাইসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ভুল চিকিৎসায় মা’সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ, হসপিটালে ভাংচুর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন

হাত নাড়িয়ে রুবেল জানালেন, ‘ভালো আছি’

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সম্প্রতি, “ক্যান্সারের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অথচ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এখনও হাসপাতালের বিছানায় জীবনের কঠিনতম যুদ্ধে লড়ছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এমন কঠিনতম সময়ে ছড়ানো এই গুজবের যন্ত্রণায় বিরক্ত তার পরিবার। এরকম মৃত্যুর গুজব ছড়ানোয় খুব কষ্ট পাচ্ছেন রুবেলের সঙ্গে ছায়ার মতো মিশে থাকা স্ত্রী চৈতি ফারহানা রুপা।

তিনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। একটা মানুষ যখন নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করছে বেঁচে থাকার, তখন এসব গুজব রটানো হচ্ছে। আমরা খুব কষ্ট পাচ্ছি। মানুষের কী লাভ আমি বুঝতে পারছি না। খবর দেওয়ার জন্য গণমাধ্যম আছে। বিসিবি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন এসব ছড়ানো হয়। এর আগেও বিভিন্ন মানুষের এরকম কাণ্ড দেখেছি। আমরা স্তম্ভিত।’

চৈতি ফারহানা রুপা একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন রুবেল। হাত নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন, ‘আমি ভালো আছি।’ রুবেলের সবশেষ আপডেট জানাতে গিয়ে চৈতি বলেছেন, ‘রুবেল ভালো আছে এখন। কথাও বলছে টুকটাক। চিকিৎসক রিলিজ দিয়েছিলেন। তবে হঠাৎ করে জ্বর আসায় আমরা তাকে বাসায় নেইনি। রক্তেও একটু সমস্যা ছিল। এখন জ্বর নেই। কয়েকদিন পর আশা করি বাসায় নেব।’

এর আগে২০১৯ সালের শেষ দিকে ব্রেন টিউমারে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। এরপর বিদেশে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরলেও বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।জাতীয় দলের হয়ে ৫টি এক দিনের ম্যাচ খেলা রুবেল ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ছিটকে পড়েন ক্রিকেট থেকে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১