দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে ডেংগু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩
ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে ডেংগু রোগীর সংখ্যা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোমবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৪ জন।

এ নিয়ে হাসপাতালে ২১ জন পুরুষ, ৯জন মহিলা ও একজন শিশুসহ চিকিৎসাধীন রয়েছে মোট ৩১ জন ডেঙ্গু রোগী। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৭জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সোমবার (১০ জুলাই) হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং ডেঙ্গুু ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীদের সাধারণ মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসা দিয়ে থাকেন। রোগীর সংখ্যা কম থাকায় এতদিন ডেঙ্গু রোগীদের তিনটি মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছিল।

সম্প্রতি ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে। মঙ্গলবার (১১ জুলাই) থেকে ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হবে। প্রাথমিকভাবে ডেঙ্গু ওয়ার্ডে ১৭ জন পুরুষ ও ৮ জন নারীর রোগীর জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তা আরো বাড়ানো হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, ডেঙ্গু সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনের প্রত্যেক এলাকায় ব্যাপক ভাবে মাইকিং ও প্রচারনা চলছে। ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায়, সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১