কবিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বাদ আসর কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়েতে ইসলামি কবিরহাট পৌরসভার আমির মাওলানা ফজলুল্লাহ্’র সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। কবিরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি কাজী বোরহান উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন, সেক্রেটারি মোঃ ইয়াছিন, সহ সেক্রেটারি মেজবা উদ্দিন, উপজেলা জামায়াতে নায়েবে আমির এনায়েত উল্যাহ সহ জেলা উপজেলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় কমীূ সম্মেলনে বক্তারা জামায়াতে ইসলামের সাংগঠনিক কর্মকান্ডকে ব্যাপক হারে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে জামায়াতে ইসলামের প্রতি সমর্থন বাড়ানোর লক্ষে সকল নেতা-কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করার আহবান করা হয়। এছাড়াও উক্ত কর্মী সম্মেলন থেকে আগামী দিনে কবিরহাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের দলীয় প্রার্থী হিসেবে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষনা করেন এবং ঘোষনাকৃত ব্যাক্তিদের নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশ প্রদান করেন।