সংবাদ শিরোনাম ::
সাপ্তাহিক ছুটি দু’দিনই, শনিবারও বন্ধ স্কুল
নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আগামী বছর থেকে স্কুলে শনিবার খোলা থাকার খবরটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার প্রকাশিত শিক্ষাপঞ্জিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল রাখা হয়েছে।
২০২৫ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৫ সালে মোট ৭৬ দিন ছুটি থাকবে। ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজানের ছুটি, যা ২৮ দিন স্থায়ী হবে। ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি এবং দুর্গাপূজায় ৮ দিনের ছুটি থাকবে।
এ শিক্ষাপঞ্জি ও ছুটির এ তালিকা প্রকাশের শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল থাকবে।
তিনি আরো বলেন, ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য কিছু নতুন পরিবর্তন আসবে। তবে সপ্তাহে দুদিন ছুটি থাকায় শিক্ষকদের জন্য এটা স্বস্তির খবর।