সুবর্ণচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সুসংগঠিত করার লক্ষে সারাদরশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে নোয়াখালী সুবর্ণচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারী (বুধবার) বিকেল ৩ টায় চর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে আমানউল্ল্যা ইউনিয়ন কৃষকদল।
সুবর্ণচর উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাহফুজুল হকের সঞ্চালনায় ও চর আমান উল্ল্যাহ কৃষক দলের আহবায়ক নুর মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা কৃষকদলের আহবায়ক ফজলে এলাহী পলাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব জিএস আব্দুস জাহের হারুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক ডাক্তার সোহাগ চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ১৮ বছর ধরে সাধার কৃষকদের কিছুই দেয়নি, সব দলীয় করন করে লুটেপুটে খেয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকরা সার বীজ ঠিকমত পাবে।