সারাদেশে শিশু ও নারী ধর্ষণ, প্রতিবাদে কবিরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন

- আপডেট সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
“নিরাপদ থাকুক সকল মা বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও হত্যা নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে মানববন্ধন করেছে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।
আরো পড়ুন: কবিরহাটে বাজার ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১২
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে কবিরহাট উপজেলার কবিরহাটের সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা
এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, এই ভাবে চলতে থাকলে দেশের অবস্থা ভয়াবহ রুপ ধারন করবে। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ আজ সারাদেশকে নাড়া দিয়েছে, অন্য দিকে ইতিমধ্যে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ও চাপরাশির হাটের দুটি অনাকাঙ্খিত ঘটনা গুলো আমাদেরও লজ্জিত করেছে। বর্তমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরো বলেন, আমরা সরকারের বিপক্ষে নয়, তবে তিনি সারাদেশে যেই ঘটনা গুলো ঘটতেছে সেগুলোকে যেনো গুরুত্ব দিয়ে অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। অন্য দিকে পুলিশকে উদ্দেশ্য করে আরো বলেন, কবিরহাটে ঘটে যাওয়া ঘটনা গুলোর সাথে যারা জড়িত তাদেরকে যেনো আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আর কোন ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আরো পড়ুন: ঘাঁস কাটতে গিয়ে দেখলো জঙ্গলে পড়ে আছে তরুণের অর্ধগলিত লাশ
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট পৌর জামায়াতের সহ সেক্রেটারি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা সেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক দিদারুল আলম মিলন, বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম রাকিব, ইমরান, অঞ্জন, সাইফুল ইসলাম নিশাত সহ কবিরহাট আইডিয়াল হাই স্কুল, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।