বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৪০৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২জুন) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: ভোটার হতে এসে দালালসহ আটক রোহিঙ্গা নাগরিক
নিহত তানভীর মাহাতাব (১৩) একই ইউনিয়নের মো. শাহীনের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
আরো পড়ুন: থানায় অবিযোগ করেও মিলছেনা প্রতিকার, হুমকির মুখে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পরিবার
বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত পৌনে ৮টার দিকে বিয়ে বাড়ির ছাদে যায় তানভীর। সেখানে তিনি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে লাগানো ঝাড়বাতিতে অসাবধানতাবশত টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আরো পড়ুন: এক কোরাল মাছ’ই বিক্রি হলো ২৬ হাজার টাকা
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।









