এক কোরাল মাছ’ই বিক্রি হলো ২৬ হাজার টাকা

- আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৬ হাজার ৫০০টাকায় কিনেছেন এক আড়তদার।
আরো পড়ুন: প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড
রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরবগুলা ঘাটে মাছটি বিক্রি করা হয়। এর আগে, একই দিন বিকেলে উপজেলার চরকিং চরবগুলা গ্রামের আশ্রাফ মাঝির জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়।
আরো পড়ুন: সালিসি বৈঠক চলকালে ঘরে ডুকে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা
জানা যায়, বিকেলের দিকে স্থানীয় আশ্রাফ মাঝির জালে একটি বড় কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছটি চরবগুলা ঘাটের মৎস্য আড়তে মনির মেম্বারের দোকানে আনা হয়। পরে তিনি প্রতি কেজি ১ হাজার ৬০ টাকা হিসেবে ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
আরো পড়ুন: নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন সকল কমিটি বিলুপ্ত
আশ্রাফ মাঝি বলেন, জেলেদের নিয়ে আমি বিকেলে মেঘনায় মাছ ধরতে যাই। সেখানে আগে থেকে নদীতে পাতানো জাল তুলতে গিয়ে জালে কোনো বড় মাছ আটকা পড়েছে টের পাই। জাল তুলতেই কোরাল মাছটি দেখতে পাই। পরে মাছটি তীরে নিয়ে আসি। মাছটি মনির মেম্বারের মৎস্য আড়তে ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করি। মাছটির ওজন ২৫কেজি।