বঙ্গবন্ধুর ছবি অবমাননা, নোবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম ফয়েজ আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র।

বৃহস্পতিবার সকালে নোবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়েজ আহমেদ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য লিখে। যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি অবমাননা ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের জরুরি সভার সিদ্ধান্তক্রমে আইন বিভাগের ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার কো হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৫দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০