নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭জনকে আটক করেছে। তারা সবাই আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলতো বলে জানিয়েছে পুলিশ। এসময় একটি এলইডি টিভি জব্দ করা হয়।
সোমবার বিকালে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, উপজেলার আটিয়াবাড়ী গ্রামের জনি, কবির হোসেন, ওয়াদুদ, মিজানুর রহমান সবুজ, ইমরান হোসেন, সাইফুল হাসান, মনির হোসেন, মেহেদী হাসান, মকিল্লা গ্রামের হোসেন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, খোরশেদ আলম, বাবুইয়া পাড়া গ্রামের সাইফুল ইসলাম, আমীর হোসেন, নুর হোসেন, কৈয়া গ্রামের নাজিম, আলোকপাড়া গ্রামের হারুন, বাট্টা গ্রামের আবরার হোসেন, বিজয়নগর গ্রামের ফারুক, শিমুলীয়া গ্রামের জাহিদ, আলা উদ্দিন, আবদুর রহিম, পূর্বপাড়া গ্রামের নাছির উদ্দিন, নাওতলা গ্রামের সাজ্জাদ হোসেন, গোপালগঞ্জের কোটোয়ালীপাড়া উপজেলায় হিরন গ্রামের সাদ্দাম মৃদা ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের আবদুল হক।
পুলিশ জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ আইপিএলএ সান রাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিট্যাল্স ম্যাচের জয়-পরাজয় নিয়ে চ্যালেঞ্জ করে উপজেলার বারগাঁও ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের জনির চা দোকানে মোটা অংকের টাকার বিনিময়ে জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২৭জনকে আটক করে।
সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তারা জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সোমবার বিকালে ২৭ জুয়াড়ীকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হামিক মোহাম্মদ সাঈদীন নাঁহী শুনানী শেষে তাদের সবাইকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।