এনকে বার্তা ডেস্ক:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুল মুঈদ ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো: খায়রুল আলম প্রিন্স সাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।
স্মারকে আরও জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। দুইজনই চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ২২ ও ২৩ এপ্রিল নেত্রকোনা হাওরে ধানকাটার অবস্থা দেখতে গিয়েছিলেন। এর ৩ থেকে ৪ দিন পর করোনার উপস্বর্গ দেখা যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) ড. আলহাজ উদ্দিন আহমেদ, স্যারকে (ডিজি) নিয়ে আমরা ব্যস্ত। হাওরে ধানকাটার অবস্থা দেখতে যাওয়ার কয়েকদিন পর থেকে স্যার অসুস্থ। মেয়েসহ স্যার করোনায় আক্রান্ত। তারা এখন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।