সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ১৯০৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মো. সোহেল (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৫৮৬পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিক বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল পূর্ব চরচেংগা গ্রামের আবুল হাসেমের ছেলে।
কোস্টগার্ড জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মানিক বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫৮৬পিস ইয়াবাসহ এলাকার চিহিৃত মাদক কারবারি সোহেলকে আটক করা হয়। আটককৃত সোহেল দীর্ঘদিন যাবত উপজেলায় মাদকের ব্যবসা করে আসছিল।
কোস্টগার্ড বিসিজি হাতিয়ার স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, আটককৃত মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।