নোয়াখালীতে করোনাে আক্রান্ত প্রত্যন্ত অঞ্চলের রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার উদ্যেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১

নোয়াখালী প্রতিবেদক:

 

 

করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট জনিত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উদ্যেগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে অক্সিজেন সিলিন্ডার ও হাসপাতাল বেড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

এ সময় উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান বলেন, বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জায়কার অর্থায়নে করোনা রোগীদের জন্য এ সেবা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, উপজেলা পরিষদের মাধ্যমে পাওয়া ৬ হাজার লিটারের ১৫টি এবং ১৪শ লিটারের ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৬টি হাসপাতাল বেড ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে স্থাপন করা হবে। এর ফলে এখন থেকে প্রত্যন্ত অঞ্চলে করোনায় শ্বাসকস্ট জনিত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সুবিধা নিশ্চিত করা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০