সংবাদ শিরোনাম ::
ইয়াবা ও নগদ টাকাসহ হাতিয়ায় এক মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ১১২৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি বাজারে অভিযান চালিয়ে রুবেল (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৩৪৩পিস ইয়াবা, ফয়েল পেপার, নগদ ৪২শত টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।
সোমবার দুপুরে পৌরসভার চরকৈলাশ এলাকার একটি চা দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল ওই গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকৈলাশ এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি হাতিয়ার একটি দল। এসময় একটি দোকানে বসে ইয়াবা বিক্রিকালে ইয়াবাসহ রুবেল গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়্ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।