শীতে হাত পা কন্ কন্,
মাথা কপাল টন্ টন্,
কাঁপে সারা দেহ থরথর,
গায়ে দিয়ে তবু চাদর।
রাতে লেপ গায়ে ঘরে,
ঘুম থেকে উঠে ভোরে,
হাত পা সব গুটিসুটি
আগুনের পাশে জুটি।
বসি তার মুখোমুখি
গায়েতে ধরায় গরম,
শীতে রোদ মনোরম।
————–
রুস্তম আলী
গ্রাম = নজরানা
পোঃ = বাবলতলী
জেলা = মুর্শিদাবাদ
রাজ্য = পশ্চিমবঙ্গ
ভারত