বিপিএলের চলতি আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। অনেক প্রশ্নের জন্ম দিয়ে পঞ্চম ম্যাচে এসে অধিনায়ক পরিবর্তন করেছে চট্টগ্রাম। মিরাজের বদলে শনিবার নেতৃত্বে দেখা গেছে নাঈম ইসলামকে।
মিরাজের দাবি, এমন সিদ্ধান্তের পেছনে ছিলেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম! তার প্ররোচনাতেই এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। অবস্থা এমন দাঁড়িয়েছে মিরাজ ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘ইয়াসির থাকলে আমি খেলবো না।’
অধিনায়কত্ব হারানোর ব্যাপারে মিরাজ বলেছেন, ‘আমাকে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো কিছুই বুঝলাম না। দল আমার অধীনে ফল পেল। আমি নিজে পারফর্ম করেছি। বাকিরাও স্বাচ্ছন্দ্যে আছে। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কী কারণে কিছু না বলেই এমন সিদ্ধান্ত।’
রবিবার টিম হোটেলে মিরাজ স্পষ্ট করেই বলেছেন, ‘কোচের (পল নিক্সনের) সঙ্গে আমার ৩০ মিনিট কথা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বিবৃতি দিয়েছেন উনি। ইয়াসিরই সবচেয়ে বড় অপরাধী। আমি নিশ্চিত মালিককে যেভাবে বলা হচ্ছিল, তারা সেভাবেই সবকিছু করছিলেন।’