দাগনভূঞায় সামাজিক দূরত্ব বজায় রেখে দর্পণ ক্লাবের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১০:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ৪১৪ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হতদরিদ্র ৩৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ মাঠে সামাজিক সংগঠন উত্তর আলীপুর দর্পণ ক্লাবের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
ক্লাবের সভাপতি জামশেদ হোসেন পিটুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন।
এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মেশকাতুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী ইফতেখার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, ডাঃ সায়েম উল্যাহ, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সোহেল মিয়াজী, মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়াসিম জব্বার সহ সদস্যগন উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক বাবুল মিয়া জানান, ইউনিয়নের হতদরিদ্র ৩৫০ পরিবারে মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি চিনি, দুধ ১০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ কেজি, বাংলা সেমাই ১ কেজি, তেজপাতা, কিচমিচ, বাদাম, দারুচিনি বিতরণ করা হয়।