মডেল তারকা থেকে পরিচালক হলেন ময়মনসিংহের জ্যোতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
মডেল তারকা থেকে পরিচালক হলেন ময়মনসিংহের জ্যোতি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ::

 

ফেইসবুক গণমাধ্যমে সদ্য প্রকাশিত বহুল আলোচিত ময়মনসিংহের কৃতি সন্তান জ্যোতিকা জ্যোতি মডেল তারকা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত পরিচালক হয়েছেন।

 

২ বছরের চুক্তিতে তাকে এ নিয়োগ দিয়ে সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

 

জ্যোতিকা জ্যোতি বলেন, ‘প্রথমত মনে হচ্ছে এটা অনেক বড় দায়িত্ব। সেটা ভেবে বেশ চাপ অনুভব করছি। তবে অসংখ্য ভক্ত ও দর্শক শ্রোতা শুভেচ্ছা জানাচ্ছেন এটা দেখে খুব ভালো লাগছে। অফিসে যোগ দেয়ার পর আমার কাজ বা দায়িত্ব সম্পর্কে বুঝতে পারবো। আমি এখন মন্ত্রণালয়ে এসেছি পুরো বিষয়টি জানার জন্য।’

 

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতির অভিনীত প্রথম চলচ্চিত্র আয়না মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তী সময় তার অভিনীত তানভীর মোকাম্মেলের জীবনঢুলী ও আজাদ কালামের বেদেনী চলচ্চিত্র দুটি মুক্তি পায়।

তাঁর অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্রেক আপ। ২০১০ সালের শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে পেয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০