পঞ্চগড়ে ব্র্যাকের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন
- আপডেট সময় : ০৯:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ৭২৯৫ বার পড়া হয়েছে
মোঃ মেহেদী হাসান, ব্র্যাক, পঞ্চগড়:
” বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৮/০৪/২০২৩ ইং তারিখে পঞ্চগড় জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি ও ব্র্যাক, পঞ্চগড় এর যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মাজহারুল হক প্রধান এমপি, মাননীয় সংসদ সদস্য, পঞ্চগড় -১।
সভাপতিত্ব করেন জনাব মোঃ শরীফ হোসেন হায়দার, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, পঞ্চগড়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড়, মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), জনাব এসএম সিরাজুল হুদা, পুলিশ সুপার, পঞ্চগড়। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক মাইকেল বাস্কে সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।