সংবাদ শিরোনাম ::
সারাদেশে কার্যক্রম শুরু হলো ৬৩৪টি থানার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
সারাদেশে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। ক্ষতিগ্রস্ত হওয়ায় বাকি পাঁচটি থানার কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয়নি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
এতে আরো জানানো হয়, পাঁচটি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সব প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই পাঁচটি থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।