দুধমুখা বাজারে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
- আপডেট সময় : ০৬:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ১৭৩৫ বার পড়া হয়েছে
মোঃ শাহাদাত হোসেন , প্রতিনিধি::
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর দুধমুখা বাজার উপ-শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
৯ জুলাই (বৃহস্পতিবার) দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান সিডিসিএস প্রধান অতিথি হিসাবে মাহমুদুর রহমান’র উপস্থিতিতে এ উপ-শাখা উদ্বোধন হয়।
এসময় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন দুধমুখা বাজার উপ-শাখার সহকারী অফিসার মোঃ খোরশেদুল আলম।
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বসুরহাট শাখা প্রধান মোহাম্মদ আবদুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইয়াকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও দুধমুখা বাজার উপ-শাখার ইনচার্জ এ এস এম হামিদ শহীদ উল্যাহ। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।