ফেনীতে তিন বছরের শিশুকে একা পেয়ে ধর্ষণ, ডাক্তারি পরীক্ষা সম্পন্ন
- আপডেট সময় : ০৪:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০ ৩০২৮ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
ফেনীতে তিন বছরের এক মেয়ে শিশুকে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী শহীদুল নামে এক রাজমিস্ত্রি। শিশুটি বিষয়টির কিছু বুঝতে না পারলেও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখে তার মা সুফিয়া আক্তারের সন্দেহ হয়।
এঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে।
জানা যায়, শহরের একাডেমী বনানী পাড়া এলাকার পুরাতন রেললাইন সংলগ্ন ডুবাই ট্রাস্টের বস্তিতে গত ১৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটলেও ১৪ দিন পর (২৮ সেপ্টেম্বর) মেয়ের একটি হারিয়ে যাওয়া প্যান্ট খুঁজে পেলে বিষয়টি নিশ্চিত হন শিশুটির মা সুফিয়া আক্তার।
ওইদিন সন্ধ্যায় অভিযুক্ত শহীদুল ও তার পরিবারের সদস্যরা শিশুটির মায়ের কাছে ক্ষমা চান এবং তিন হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর শিশুটির মা থানায় অভিযোগ দেন। পুলিশ গত বুধবার(৩০সেপ্টেম্বর) সকালে শিশুটির জবানবন্দি গ্রহণ ও পরনের প্যান্ট উদ্ধার করে। তবে এখনো অভিযুক্ত শহীদুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুক্রবার(২অক্টোবর) সকালে ফেনী জেনারেল হাসপাতালে শিশুটি ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: ইকবাল হোসেন ভূঁইয়া জানান, গতকাল সকালে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।