ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে ফেনীতে মৌন প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ফেনী প্রতিনিধি:

সবাই নিশ্চুপ। হাতে জ্বলছে প্রতিবাদের অগ্নি স্বরূপ মোমবাতি। চোখে-মুখে ঘৃণা প্রকাশ পাচ্ছে নারী নির্যাতনকারী ও ধর্ষণকারীদের প্রতি। সবার আকাঙ্খা, বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানেই নারী নির্যাতন, সেখানেই প্রতিবাদ-প্রতিরোধের আহ্বান জানিয়ে এভাবে মৌন প্রতিবাদ করেছে ফেনীর ২০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এতে অংশগ্রহণ করেছে ছোট্ট শিশু হতে শুরু করে ছাত্র, যুবা, কিশোর, কিশোরী ও বয়োজ্যেষ্ঠ নারী। সাথে ছিল হিজড়া সম্প্রদায়ের একটি দল।

ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়, জাতীয় পতাকার পানে করুণভাবে চেয়ে আছেন এক নারী। শিশু, কিশোরী ও নারী বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে প্রকাশ করছে ব্যতিক্রমী প্রতিবাদ। সন্ধ্যায় প্রজ্জ্বলিত মোমবাতি অন্ধকার ঠেলে আলোর আগমনী বার্তা দিচ্ছিল।

এতে অংশ নেয়া সামাজিক সংগঠন সহায়ের সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি বলেন, আমরা ধর্ষিতার আকুল আর্তনাদে লজ্জিত ও নিমজ্জিত। শিশু, কিশোরী, তরুণী, বৃদ্ধা, মানসিক ভারসাম্যহীন এমনকি হিজড়ারাও আজ অরক্ষিত। তিনি বলেন, ধর্ষণের জন্য কোনভাবেই নারীর পোষাক দায়ী না, ধর্ষণের জন্য ধর্ষকের মন মানসিকতা দায়ী। অভিযুক্ত সকল ধর্ষকের শাস্তি দাবী করেন তিনি।

মৌন প্রতিবাদের আয়োজনকারীদের একজন পিকলু বলেন, আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে নারীরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে। নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে, অবমাননার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। আর সে অবস্থানের পক্ষ নিয়েই আমাদের এই মৌন প্রতিবাদ করেছি আমরা।

প্রতিবাদে অংশ নেয়া সংগঠনগুলো হল সহায়, রক্ত কণিকা বাংলাদেশ, ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন, আমরা যুবরা চাই পরিবর্তন, ওয়েল ফেয়ার ব্লাড ফাইটার্স, হাজী পাড়া ক্রীড়া চক্র, পরিবর্তন, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব, নোয়াগাঁও যুব সংগঠন,  উত্তর কাশিমপুর স্বপ্নছায়া, ফেনী ফুড এন্ড ব্লাড ব্যাংকিং, নবজীবন রক্তদান ফোরাম, ফ্রেন্ড ইউনিটি ব্লাড ডোনার ক্লাব, গ্রেস হেল্প এইড ক্লাব, ইয়ার নুরুল্লাহপুর, সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশন, কাজীরবাগ ব্লাড ডোনেট ক্লাব এবং তারালিয়া শান্তি সংঘ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১