ফেনীতে দুই নারী ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ফেনী প্রতিনিধি :

 

ফেনী শহরের ট্রাংক রোডে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে দুই নারী। রবিবার দুপুরে শহরের ট্রাংক রোডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখস্ত স্থানে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু সন্তানকে হাম-রুবেলার টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন রেহেনা আক্তার নামের এক নারী। ওই শিশু সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে রেহেনার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সুফিয়া আক্তার ও হালিমা আক্তার কানন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তৎসংলগ্ন স্থানে থাকা ফেনী মডেল থানার এসআই শহীদ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যান।

 

এসময় সুফিয়া ও হালিমাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চেইন উদ্ধার করা হয়। সুফিয়া ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল ইউনিয়নের কলন্দপাড় গ্রামের আনন্দপুর এলাকার লিটন মিয়ার স্ত্রী ও হালিমা একই থানার ছাতি কমলার পাড় এলাকার রাহুল মিয়ার স্ত্রী।

 

ফেনী মডেল থানার এসআই শহীদ বিশ্বাস জানান, এ ঘটনায় রেহেনা বাদি হয়ে থানায় মামলা দিয়েছেন। গ্রেফতারকৃত দুই নারীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১