শিরোনাম:
হাসপাতালের কর্মচারি মারা গেল ডাক্তারের গাফিলতিতে এসএসসি পরীক্ষায় ফেল, লজ্জায় কিশোরীর আত্মহত্যা ৯ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র সাবাব চরজব্বার থানার ওসি প্রত্যাহার নেভেনি সুন্দরবনের আগুন, সূত্র খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি, সময় লাগবে ২-৩ দিন, হলফনামায় মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ভাইসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ভুল চিকিৎসায় মা’সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ, হসপিটালে ভাংচুর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন

কবিরহাটে ১১টি ভেসাল জাল ধ্বংস, একজনকে অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

নিজেস্ব প্রতিবেক:

 

 

নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে ছোট বড় ১১টি ভেসাল জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে জাল বসানোর স্থাপনা ও বাঁশের তৈরি ফ্রেমগুলো ভেঙে দেওয়া হয়েছে।

 

সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার। অভিযানে সহযোগিতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আলোকিত মানবিক অর্গানাইজেশনের সেচ্ছাসেবীরা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেশীয় মাছ রক্ষা, মাছের বংশবৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে সকাল থেকে কবিরহাট পৌরসভা, নরোত্তমপুর ইউনিয়ন ও সোন্দলপুর ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই খালগুলোতে থাকা ৫টি ভেসাল জালসহ ১১টি ছোট-বড় জাল ও মাছ ধরার ফাঁদ ধ্বংস করা হয়। অভিযানকালে কবিরহাট পৌরসভা এলাকায় এক ভেসাল জালের মালিককে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াছিন মজুমদার বলেন, শৈল, বোয়াল, ফুঁটি, কই এবং শিং মাছ’সহ দেশীয় প্রজাতির মাছগুলো খালের পানিতে বংশবৃদ্ধি করে। কিন্তু কিছু অসাধু লোক খালের মধ্যে ভেসাল জালসহ মাছ ধরার বিভিন্ন ফাঁদ বসিয়ে পোনা মাছগুলো ধরে দেশিয় প্রজাতির মাছের প্রজনন নষ্ট করছে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ি ভেসাল জালের বিরুদ্ধে চালু হওয়া এ অভিযান আগামী নভেম্বর পর্যন্ত চলবে। অভিযানকালে করমবক্স বাজার খালে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দেশীয় মাছ রক্ষা ও বর্ষা মৌসুমে খালে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভেসাল জাল ও মাছ ধরার ফাঁদগুলোর কারনে বর্ষা মৌসুমে সঠিকভাবে পানি নিষ্কাশন না হলে পাশ্ববর্তী এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১