সংবাদ শিরোনাম ::
লক্ষীপুরের সৌদিআরবগামী ৩০৯ পরিবার পেল কোয়ারেন্টাইন খরচ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ৮৭১৫ বার পড়া হয়েছে
লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষীপুরে সৌদি আরবগামী ৩০৯কর্মীর পরিবারকে কোয়ারেন্টাইন খরচ হিসেবে ৭৭ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে ওয়েজ অর্নার্স কল্যান বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।
লক্ষীপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কল্যাণ বোর্ডের সভাপতি আরিফ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রফেসর মাহবুবুল করিম, নির্বাহী ম্যাজেস্ট্রেট মকবুল আহমেদ প্রমুখ।