চীনের ৫ শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

চীনে অবস্থিত একটি ভুয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ৫ শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ মেটা।

বন্ধ করে দেয়া এসব অ্যাকাউন্ট থেকে ‘উইলসন এডওয়ার্ডস’ নামে একজন ভুয়া সুইস জীববিজ্ঞানীর দাবি প্রচার করা হচ্ছিল।

গত জুলাই মাসের শুরুর দিকে উইলসন এডওয়ার্ড নিজের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দেন। তাতে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র কোভিড১৯ নিয়ে কাজ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের ওপর চাপ প্রয়োগ করছে যেন তারা ভাইরাসটির উৎপত্তিস্থল হিসেবে চীনের নাম ঘোষণা করে।

উইলসন এডওয়ার্ডসের করা মন্তব্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে। তবে, সুইজারল্যান্ড দূতাবাসের দাবি, এ নামের কোনো বিজ্ঞানীর অস্তিত্ব থাকার বিষয়টি এখনো প্রমাণিত নয়।

মেটা এক বিবৃতিতে জানায়, ওই প্রচারণা মূলত যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তাইওয়ান, হংকং এবং তিব্বতের ইংরেজি ও চীনা ভাষাভাষি লোকজনকে লক্ষ্য করে চালানো হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০