রমজানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
- আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৬৭১০ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আসন্ন রমজানকে ঘিরে বাজারে পন্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে। গতবারের থেকেও এবার টিসিবি’র পন্য বিক্রিসহ খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরিমান বাড়ানো হবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রমজানের নিত্য পন্যের বাজার। শনিবার(২৯ জানুয়ারী) বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলসহ দাম জিনিসের দাম বেড়ে গেলে সেটি বাংলাদেশও বেড়ে যায়। তবে এবারের রমজানে যেন কোন কিছুর দাম বৃদ্ধি না হয় সেদিকে লক্ষ রেখে কাজ করছি।
বাজার নিয়ন্ত্রন রাখার বিষয়ে মন্ত্রী বলেন, ইত্যিমধ্যে বাংলাদেশে সবস্থানে বাজার মনিটরিং করতে বলা হয়েছে। তাই কেউ কোন পন্য মজুদ করে দাম বৃদ্ধি করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, লালমনিরহাট জেলায় ভুট্টাজাত শিল্প কারখানা প্রতিষ্ঠার কাজ করা হচ্ছে। একই সাথে এ জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান রয়েছে। বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারন কল্পে কাজ করছে। এরই অংশ হিসেবে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়াও বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের সাথে রেল পথ যোগাযোগ সচল করে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারনের জন্য সরকারের রেলপথ মন্ত্রনালয়কে বলা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি আরও বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্প প্রহন করেছে। সাড়ে ৮হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবানের পরিকল্প নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে তিস্তা পাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।
রোটারী ক্লাবের আয়োজনে ছিন্নমুল শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতিত হতে লালমনিরহাট আসেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এ সময় তার সাথে ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা চেম্বর অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।