ট্রাক্টর চাপায় সেনবাগে দিনমজুরের মৃত্যু

- আপডেট সময় : ০৭:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ৭৬২২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মো. মহিন উদ্দিন (১৮) নামের এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে।
নিহত মহিন উদ্দিন সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের খান বাড়ির মো. আজাদের ছেলে। সে পেশায় একজন দিন মজুর ট্রাক্টর শ্রমিক।
মঙ্গলাবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুতুুবেরহাট লেমুয়া সড়কের ছাওতুল হেরা মাদরাসা সংলগ্ন স্থানে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনে ন্যায় মহিন উদ্দিন দিন মজুরের কাজ করার জন্য মাটি ও ইট পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরে যায়। মহিউদ্দিন ড্রাইভারের পাশ্বে বসে ছিলেন। ছেলের আকস্মিক ভাবে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন, পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।