সুবর্ণচরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে
২০২৪-২৫ অর্থবছরে ‘গ্রোথ অন অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় “পাটনার কংগ্রেস-২০২৫” সুবর্ণচর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন: ১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউ
সুবর্ণচর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৭ জুন (মঙ্গলবার) বেলা ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মীরা রানী দাস।
আরো পড়ুন: বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো আইনজীবি যাত্রীর
সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ ও উদ্ভিদ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মীরা রানী দাস।
আরো পড়ুন: জমি বিক্রির টাকা আত্মসাত করতে অন্তঃসত্বা বোনকে হত্যা: গ্রেপ্তার-২
অনুষ্ঠানে কংগ্রেসে কৃষি ও পুষ্টিনির্ভর উন্নয়ন, উদ্যোক্তা কার্যক্রম এবং টেকসই গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত নানা দিক তুলে ধরা হয়। বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, নোয়াখালী কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শহীদুল ইসলাম।
আরো পড়ুন: ৮হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি
এসময় বক্তারা বলেন, পাটনার প্রকল্প কৃষি ও পুষ্টি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করে যাচ্ছে। এই কংগ্রেসের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষক, উদ্যোক্তা ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় এবং ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।









