কবিরহাটে ইয়াবা সহ মাদক কারবারী আটক

- আপডেট সময় : ১১:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ ২১৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাটে ইয়াবা সহ আবুল কাশেম জহির (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে কবিরহাট থানা পুলিশ।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের সরকার পুকুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল কাশেম জহির (৩০), উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়/বিক্রয়ের খবর জানার পর কবিরহাট থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়ার সার্বিক দিক নির্দেশনায় থানার এসআই আ ফ ম কামাল ও এ এস আই রঞ্জিতের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২৬ পিছ ইয়াবা সহ তাকে আটক করা হয়।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২৬ পিছ ইয়াবাসহ আবুল কাশেম জহিরকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতি শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।