হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া এ এম, উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রত্নেসর দেবনাথের অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয় এর ক্লাস হলরুমে আয়োজিত অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সিনিয়র শিক্ষক বিমান দে এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আব্দুল মোতালেব হাই স্কুল প্রধান শিক্ষক আ ন ম হাছান।
এসময় বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, নাজিম উদ্দিন আহম্মেদ সভাপতি S M C, প্রিন্সিপাল এনামুল হক বিশিষ্ট শিক্ষানুরাগী, তোফায়েল হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাতিয়া দ্বীপ সরকারি কলেজ) দেবব্রত দাস গুপ্ত (অবসর প্রাপ্ত অধ্যক্ষ দ্বীপ সরকারি কলেজে) আ ক,ম আব্দুল্লাহ( সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিষদ ) মোঃ রফিক উল্লাহ( অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এস উচ্চ বিদ্যালয়) অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন সরকার(এ,এম, উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক) সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, মাওলানা আবুল কাশেম বিদায়ী সিনিয়র শিক্ষক, নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক তরুণ সাহা, সহকারী শিক্ষক আক্তার হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে অশ্রুসিক্ত জলে আবেগে আপ্লুত অবসরোত্তর সহকারী প্রধান শিক্ষক রত্নেসর দেনাথ।
এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে ১,১০,১৯৮০ ইং যোগদান করেন,১,১২,২০২০ইং, সহকারী প্রধান শিক্ষক পদোন্নতি হয়ে দীর্ঘ ৪১বছর খুব শুনামের সাথে শিক্ষকতা করেছেন। ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে , শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে বিদায় প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককে , সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।