মোঃ ইমাম উদ্দিন সুমন:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নে কার্ডধারী হতদরিদ্র উপকারভোগীদের মাঝে বিশেষ সহায়তা তহবিল (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে। এতে ৭ হাজার ৪ শত ৪১ জন উপকারভোগী মানুষের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
১৪ জুন জুন (কৃহস্পতিবার) বেলা ১১ টায় ৫ নং চরজুবিলী ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ উদ্ভোধন করা হয়।
৫ নং চর জুবিলী ইউনিয়নে সচিব আবু নাঈম এর সঞ্চালনায় চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও চাল বিতরণ সংযুক্ত কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুসহ ইউনিয়ন পরিষদের সকল মহিলা-পুরুষ সদস্যগণ।
৫নং চর জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু উপকারভোগী সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ ১০ কেজি চালের একটি টাকা কারো থেকে নেওয়া হয়না, অন্য কেউ টাকা নিয়েছে এরকম কোন রিপোর্ট পেলে আমাকে সাথে সাথে অবহিত করবেন।
উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, হতদরিদ্র, অসহায় মানুষ যেন সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষে মাননীয় প্রধান মন্ত্রী আপনাদের জন্য এ চাল উপহার হিসেবে পাঠিয়েছে। যারা সামর্থ্যবান তারা যেন এ চাল না নেন, শুধু সুবিধা বঞ্চিত এবং প্রকৃত পাপ্য ব্যাক্তি যেন এ সুবিধা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি সকলকে এ কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।