ঢালাও মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
Govt embarrased by Dhalao case: Legal Adviser
Legal advisor Professor Dr. Asif Nazrul Photo Collection:

নিজস্ব প্রতিবেদক:

 

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ৫ আগস্টের পর থেকে এখনো বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবি মামলা করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের পরামর্শ প্রয়োজন।

 

মঙ্গলবার সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিউটে বিচার বিভাগ সংষ্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 

অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিচার প্রশাসনে রাজনীতিকীকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। ২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয়েছিল।

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী।

এ সময় দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০