হোন্ডা চুরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
- আপডেট সময় : ০৬:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
নোয়াখালী “সুবর্ণচরে হোন্ডা চুরির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্য চোখ তুলে হত্যার হুমকি দেয়া হয়েছে এ ঘটনায় চরজব্বর থানায় সাধারন ডায়রি করা হয়েছে যার ১৩৫৮ তারিখ ২৯ ডিসেম্বর ২৪।
হুমকিদাতা হোন্ডা চুরির ঘটনায় অভিযুক্ত ৫ নং চর জুবিলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরজুবিলী গ্রামের লেদু স্বর্ণকার বাড়ীর আব্দুল গোফরানের পুত্র মোঃ আলমগীর (৪২)।
ঘটনার বিবরণে জানাযায়, আমি জাতীয় দৈনিক বাংলা ৭১ নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, বলেন ২৩ ডিসেম্বর চর জুবিলী গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের বাড়ী থেকে তার একটি হোন্ডা চুরি হয় এবং সে ঘটনায় চর জুবিলী গ্রামের বেলাল ওরপে নথি বেলাল, আব্দুল হোফরানের পুত্র আলমগীর এবং লেদু স্বর্ণকারের পুত্র মানিককে দায়ী একটি চরজব্বর থানায় অভিযোগ দায়ের করেন সে অভিযোগের ভিত্তিতে “সুবর্ণচরে হোন্ডা চুরির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করেন এবং সে সংবাদটি একাধিক গনমাধ্যমে প্রকাশিত হয়। সে সংবাদের সূত্র ধরে আব্দুল গোফরানের পুত্র আলমগীর ২৯ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টা ৪৩ মিনিটের সময় তার ব্যবহারিত থেকে নাম্বার 01866096971 নাম্বার থেকে ইমাম উদ্দিন সুমনের মুঠো ফোন নাম্বার 01820524655 ফোন করে সংবাদ কেন করা হয়েছে সেজন্য চোখ তু্লে হত্যার হুমকিসহ অকত্যভাষায় গাল মন্ধ করে। তার এমন হুমকিতে মোঃ ইমাম উদ্দিন সুমন চর জব্বর থানায় এটি সাধারন ডায়রি (জিডি) করেন।
সুমন আরো বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে সুবর্ণচরে হোন্ডা চুরি বেড়ে গেছে, হাট, বাজার এমকি ঘরেও সুরক্ষিত নেই মানুষের চলাচলের শেষ সম্বল মোটরসাইকেল তারা বিশাল একটি সিন্ডিকেট এর আগেও তার বাড়ী থেকে একটি হোন্ডা চুরি হয় যার খোঁজ এখনো পাওয়া যায়নি। চোর ডাকাতের এমন হুমকি সমাজের জন্য অশনি সংকেত।
তিনি হুমকিদাতার উপযুক্ত শাস্তি দাবী করছেন। সংবাদ প্রকাশের যের ধরে সাংবাদিককে হত্যার হুমকিতে তিব্র নিন্ধা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, জিডি কপি পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।