সংবাদ শিরোনাম ::
অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে আটক ১৩

নোয়াখালী প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেছে। এ সময় আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।
ঋণ করে লিবিয়ায় পাড়ি, ২৬ লাখে মুক্তি পাবে আব্দুর রব
বুধবার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে সুধারাম থানা এলাকার তিনজন, হাতিয়ার আটজন, কোম্পানীগঞ্জের একজন এবং চাটখিলের একজন রয়েছে। তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।