পূর্ভাবাসের চেয়েও অর্থনীতিতে বেশি ধস মালয়েশিয়ায়

- আপডেট সময় : ১০:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ৪০৮ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক রিপোর্ট:
পূর্ভাবাসের চেয়েও অর্থনীতিতে বেশি ধস দেখছে মালয়েশিয়া। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার এ আশঙ্কার বিষয়টি জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী তেঙ্গকু আবদুল আজিজ। করোনা মহামারির কারণে মালয়েশিয়ায় ২০২০ সালের অর্থনীতি নিয়ে করা আগের পূর্ভাবাসকে পেছনে ফেলে বড় ধসের সম্ভাবনা দেখছে দেশটির সরকার।
দেশটির স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আবদুল আজিজ বলেন, করোনা বিস্তার রোধে লকডাউনের মত সরকারি বিধিনিষেধ আরোপের মাত্র ২ সপ্তাহ পরে ওই ভবিষ্যদ্বাণী দেয়া হয়। আমরা এখন লকডাউনের ৫ সপ্তাহ পার করছি। এপ্রিলের পূর্ভাবাসে বছরের যে জিডিপি প্রবৃদ্ধি ধসের কথা বলা হয়েছে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি হবে। অর্থনীতি আরো ধসের সম্ভাবনা রয়েছে।
এর আগে, এ বছর এপ্রিলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক পূর্ভাবাসে জানায়, চলতি বছর ২০২০ সাল শেষে মোট জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ০.৫ ও মাইনাস ২ শতাংশের মধ্যে থাকবে।