কবিরহাট থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ৫৯১২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই স্লোগানের আলোকে নোয়াখালী কবিরহাট থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮মে) বাদ আছর কবিরহাট থানার সভা কক্ষে ঘন্টা ব্যাপী এ ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান।
কবিরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শ্রীকান্ত দাসের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আবু জাফর আবির, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মামুন চিশতী, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফারুক হোসেন, সাংবাদিক মো: সেলিম’সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, পৌর কাউন্সিলর, শিক্ষক-শিক্ষিকা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ বর্তমান সমাজের সকল অপরাধ মূলক কার্যকলাপের বিরুদ্ধে উপস্থিত সকলে ওপেন আলোচনা করেন এবং সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।