কবিরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স সপ্তাহ ২০২২ অনুুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৮০৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
সারাদেশের মতো কবিরহাট উপজেলায়ও “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গ বন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কবিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মঙ্গলবার (১৫ই নভেম্বর) জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর শুভ উদ্ভোধন করাহয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০২ নং সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইলিয়াছ, সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এস এম ফারুক হোসেন।
মধ্য সুন্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান চৌধুরীর উপস্থাপনায় উনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবিরহাট ফায়ার সার্ভিস ষ্টেশন এর অফিসার ইনচার্জ মুহাম্মদ মজিববুর রহমান। এসময় কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, সাংবাদিক বিধান ভৌমিক, মো: সেলিম, নজরুল ইসলাম, জহির উদ্দিনসহ স্থানীয় ছাত্র/ছাত্রী, অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় ফায়ার ষ্টেশন এর উদ্যোগে সংক্ষিপ্ত অগ্নি নিবারক মোাহরা অনুষ্ঠিত হয়।