লায়ন্স ক্লাবের উদ্যোগে সুবর্ণচরে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ১০২২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে দুইশত পরিবারে মাঝে কম্বল বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম পারিজাত।
৩০ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম পারিজাত দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো হুমায়ুন কবির।
আরোও উপস্থিত ছিলেন, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হেলাল উদ্দিন এবং চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জোন চেয়ারম্যান এ্যাড মো ওমর ফারুক প্রমুখ ।
রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো হুমায়ুন কবির বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রæত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।