জমকালো আয়োজনে হাতিয়ায় শেখ রাসেল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
উত্তম সাহা, হাতিয়া প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৬- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাজেদ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলী এমপি।
আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি আয়েশা ফেরদাউস , উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন, উপজেলা যুবলীগের সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ সহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ।
উক্ত খেলায় হাতিয়া পৌরসভা ক্রিকেট একাদশকে ১ উইকেটে হারিয়ে তমরদ্দি ইউনিয়নের রাইডার্স একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন।