ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সর্বোচ্চ রেকর্ড ২৭৭ মিলিমিটার বৃষ্টি, জলজটে ভোগান্তিতে নোয়াখালীর মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে বিপর্যয় নোয়াখালী, টানা বৃষ্টিতে সার্কিট হাউস মোড়ে জমেছে হাঁটু সমান পানি।

 

এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক নিমজ্জিতসহ বাসাবাড়ি, দোকানে ঢুকে পড়েছে পানি। ভোগান্তিতে পড়েছে জেলা শহরের লক্ষাধিক মানুষ। সরেজমিনে দেখা যায়, আজ শুক্রবার ভোর থেকে নোয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। এতে পৌর শহরের প্রধান সড়কের একটি অংশ ছাড়া সবগুলো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার ৯টি উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চলেও এ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। ভেসে গেছে কয়েকটি মাছের ঘের। এদিকে, নোয়াখালী পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সব কয়টি সড়ক ও পাড়া মহল্লার রাস্তাগুলো দেড় থেকে আড়াই ফুট পানিতে নিমজ্জিত হয়েছে। প্রধান সড়ক ও তার পার্শ্ববর্তী সবগুলো সড়কের পাশে থাকা দোকানগুলোতে ঢুকে পড়েছে পানি।

 

বহুতল ভবনগুলোর নিচ তলার বাসাগুলোতে পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে রান্না-বান্না। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়া শহরবাসীর এ দুর্ভোগ বলে অভিযোগ স্থানীয়দের। এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন অনেকে।

 

আজ দুপুর ১২টা পর্যন্ত জেলা শহর মাইজদীর বিভিন্ন দপ্তর সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের নিচের কক্ষ, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আবহাওয়া অফিস, জেলা মৎস্য অফিস, প্রেসক্লাব, রেডক্রিসেন্ট, বিআরডিবি, বিদ্যুৎ অফিস, সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড কক্ষ, শহীদ ভুলু স্টেডিয়াম, বন বিভাগের বাংলো, নোয়াখালী সরকারি কলেজ, মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অনেক অফিসে।

 

এদিকে জেলার প্রধান সড়কের একটি অংশসহ টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, ডিসি সড়ক, মহিলা কলেজ সড়ক, জেল খানা সড়ক, মাইজদী বাজার সড়কসহ বিভিন্ন সড়ক এখন কয়েক ফুট পানির নিচে।

 

এতে ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী কয়েক হাজার মানুষ। এ বিষয়ে কথা হয় পথচারী আলমগীর হোসনের সঙ্গে। তিনি বলেন, নোয়াখালী পৌরসভা দেশের প্রথম শ্রেণির পৌরসভাগুলোর মধ্যে একটি। তবে দীর্ঘ বছরে এ শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি।

 

স্থানীয় বাসিন্দা আজাদুল ইসলাম বলেন, কালে ভাদ্রে কয়েকটি ড্রেনের কাজ করা হলেও সেগুলো নিম্নমানের। হালকা বৃষ্টি হলেও এসব ড্রেন দিয়ে পানি নামতে অনেক সময় লাগে। এ ছাড়া পৌর কর্তৃপক্ষ এ ড্রেনগুলো নিয়মিত পরিষ্কারো করেনা। এছাড়া কোনো প্রকার তদারকি না করার কারণে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে। চলতি বর্ষা মৌসুমে দ্বিতীয় দফায় জলাবদ্ধতার কারণে ড্রেনগুলো থেকে ময়লা পানি বের হয়ে পড়েছে, এতে মানুষের শরীরের বিভিন্ন চর্ম রোগের দেখা দিচ্ছে।

 

নোয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২ পর্যন্ত ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা নোয়াখালীর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারী বর্ষণের ফলে আমার অফিস ও সড়ক ডুবেছে। আমিও জলাবদ্ধতায় আটকে আছি।’

 

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, ‘সকাল থেকে আমি জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। শহর থেকে পানি ড্রেনে যাচ্ছে, আর ড্রেন থেকে পানিগুলো নোয়াখালী খালে যেতে বাধা পাচ্ছে বলে পরিলক্ষিত করেছি। যার প্রধান কারণ শহরের খালগুলো অবৈধভাবে দখল করে কিছু অসাধু লোক স্থাপনা নির্মাণ করেছে। জেলা প্রশাসকের সঙ্গে বসে এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ ছাড়া মাস্টার প্ল্যানে আমাদের একটি প্রকল্প আছে যেটা বর্ষা পরবর্তী কাজ শুরু করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সর্বোচ্চ রেকর্ড ২৭৭ মিলিমিটার বৃষ্টি, জলজটে ভোগান্তিতে নোয়াখালীর মানুষ

আপডেট সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

নোয়াখালী প্রতিনিধি:

 

মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে বিপর্যয় নোয়াখালী, টানা বৃষ্টিতে সার্কিট হাউস মোড়ে জমেছে হাঁটু সমান পানি।

 

এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক নিমজ্জিতসহ বাসাবাড়ি, দোকানে ঢুকে পড়েছে পানি। ভোগান্তিতে পড়েছে জেলা শহরের লক্ষাধিক মানুষ। সরেজমিনে দেখা যায়, আজ শুক্রবার ভোর থেকে নোয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। এতে পৌর শহরের প্রধান সড়কের একটি অংশ ছাড়া সবগুলো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার ৯টি উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চলেও এ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। ভেসে গেছে কয়েকটি মাছের ঘের। এদিকে, নোয়াখালী পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সব কয়টি সড়ক ও পাড়া মহল্লার রাস্তাগুলো দেড় থেকে আড়াই ফুট পানিতে নিমজ্জিত হয়েছে। প্রধান সড়ক ও তার পার্শ্ববর্তী সবগুলো সড়কের পাশে থাকা দোকানগুলোতে ঢুকে পড়েছে পানি।

 

বহুতল ভবনগুলোর নিচ তলার বাসাগুলোতে পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে রান্না-বান্না। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়া শহরবাসীর এ দুর্ভোগ বলে অভিযোগ স্থানীয়দের। এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন অনেকে।

 

আজ দুপুর ১২টা পর্যন্ত জেলা শহর মাইজদীর বিভিন্ন দপ্তর সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের নিচের কক্ষ, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আবহাওয়া অফিস, জেলা মৎস্য অফিস, প্রেসক্লাব, রেডক্রিসেন্ট, বিআরডিবি, বিদ্যুৎ অফিস, সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড কক্ষ, শহীদ ভুলু স্টেডিয়াম, বন বিভাগের বাংলো, নোয়াখালী সরকারি কলেজ, মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অনেক অফিসে।

 

এদিকে জেলার প্রধান সড়কের একটি অংশসহ টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, ডিসি সড়ক, মহিলা কলেজ সড়ক, জেল খানা সড়ক, মাইজদী বাজার সড়কসহ বিভিন্ন সড়ক এখন কয়েক ফুট পানির নিচে।

 

এতে ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী কয়েক হাজার মানুষ। এ বিষয়ে কথা হয় পথচারী আলমগীর হোসনের সঙ্গে। তিনি বলেন, নোয়াখালী পৌরসভা দেশের প্রথম শ্রেণির পৌরসভাগুলোর মধ্যে একটি। তবে দীর্ঘ বছরে এ শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি।

 

স্থানীয় বাসিন্দা আজাদুল ইসলাম বলেন, কালে ভাদ্রে কয়েকটি ড্রেনের কাজ করা হলেও সেগুলো নিম্নমানের। হালকা বৃষ্টি হলেও এসব ড্রেন দিয়ে পানি নামতে অনেক সময় লাগে। এ ছাড়া পৌর কর্তৃপক্ষ এ ড্রেনগুলো নিয়মিত পরিষ্কারো করেনা। এছাড়া কোনো প্রকার তদারকি না করার কারণে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে। চলতি বর্ষা মৌসুমে দ্বিতীয় দফায় জলাবদ্ধতার কারণে ড্রেনগুলো থেকে ময়লা পানি বের হয়ে পড়েছে, এতে মানুষের শরীরের বিভিন্ন চর্ম রোগের দেখা দিচ্ছে।

 

নোয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২ পর্যন্ত ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা নোয়াখালীর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারী বর্ষণের ফলে আমার অফিস ও সড়ক ডুবেছে। আমিও জলাবদ্ধতায় আটকে আছি।’

 

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, ‘সকাল থেকে আমি জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। শহর থেকে পানি ড্রেনে যাচ্ছে, আর ড্রেন থেকে পানিগুলো নোয়াখালী খালে যেতে বাধা পাচ্ছে বলে পরিলক্ষিত করেছি। যার প্রধান কারণ শহরের খালগুলো অবৈধভাবে দখল করে কিছু অসাধু লোক স্থাপনা নির্মাণ করেছে। জেলা প্রশাসকের সঙ্গে বসে এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ ছাড়া মাস্টার প্ল্যানে আমাদের একটি প্রকল্প আছে যেটা বর্ষা পরবর্তী কাজ শুরু করা হবে।’