কেমন সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে ভারত, স্পষ্ট করলেন জয়শঙ্কর
- আপডেট সময় : ০৬:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলো একে অপরের ওপর নির্ভরশীল। দুই দেশের (বাংলাদেশ-ভারত) জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বিষয়টি তেমনই রাখতে চাই।
মঙ্গলবার বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশ সম্পর্কে এসব কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে ভারত সবসময়ই একটি স্থিতিশীল সম্পর্ক রাখতে চায়।
প্রতিবেশী রাষ্ট্র সবসময়ই পরস্পরের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আর এই সম্পর্ক আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের বাণিজ্য সম্পর্ক ভালো। জনগণের মধ্যকার সম্পর্ক ভালো। আমি চাই সম্পর্ক এমনই থাকুক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দুই দেশের সম্পর্ক নিয়ে অনেক কথা চলছে।