কেন্দ্রীয় মসজিদে বিএনপির স্বঘোষিত কমিটি বাতিলের দাবিতে মুসল্লিদের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৪:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ এর বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদে বিএনপি’র আহ্বায়ক নূরুল আলম শিকদারকে সভাপতি করে ৩০ জন বিশিষ্ট নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাজারের ব্যবসায়ী ও মসজিদের মুসল্লিদের উদ্যোগে সকল শ্রেণী পেশার মোসল্লিদের মতামতের ভিত্তিতে কমিটি চেয়ে বিএনপি’র জেলা কমিটির সদস্য ও বসুরহাট বাজার ব্যবসায়ী মোঃ রফিক উল্যার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভির ফরহাদ শামীম বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলাহয়, ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুথ্থানে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের স্বঘোষিত সভাপতি আব্দুল কাদের মির্জাসহ কমিটির প্রায় সদস্য পালিয়ে যায়। এমতাবস্থায় মসজিদ পরিচালনা পরিষদের কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিলে বাজারের ব্যবসায়ী ও মোসল্লিদের উপেক্ষা করে দলীয় প্রভাব খাটিয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন একটি নামের তালিকা ঘোষণা করেন। তালিকায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিকদারকে সভাপতি ও পলাতক কাদের মির্জার একান্ত সহযোগী জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩০ জন বিশিষ্ট তালিকা প্রকাশ করা হয়, যা সাধারণ মুসল্লি ও ব্যবসায়ীরা ঘৃনা ভরে প্রত্যাখ্যান করেন। তাই মসজিদের মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটির ঘোষণা দাবী জানান তারা।
স্মারকলিপি প্রদানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মক্কা হজ্ব কাফেলা সত্ত্বাধিকারী মুফতি হাফিজ উল্যাহ, মূইনুল উলূম কাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোসলেহ উদ্দীন, হেফাজতে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওঃ আলী আহমদ,ব্যবসায়ী মাওলানা শহিদ উল্যাহ, শানে সাহাবা কাউন্সিল কোম্পানীগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওঃ আহমদ হাসান, বাজার ব্যবসায়ী মাওলানা জাহেদ উল্যাহ, কোম্পানীগঞ্জ ইমাম পরিষদের সহ-সেক্রেটারি মুফতি হেদায়েত উল্যাহ, ব্যবসায়ী এমরান হোসেন, বসুরহাট আশ্রাফুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোশারফ হোসেন প্রমূখ।