সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বনবিভাগের বৃক্ষরোপণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ৭১৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালী।
বৃহস্পতিবার দুপুুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম ও বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ নোয়াখালী বিপুল কৃষ্ণ দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমীন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার, রেঞ্জ কর্মকর্তা সদর মো. নাহিদ হাসান প্রমুখ। পরে জেলার প্রতিটি উপজেলার জন্য ২০হাজার ৩২৫টি করে বৃক্ষের চারা বিতরণ করা হয়।