সংবাদ শিরোনাম ::
ভিপি নুর গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ১৪৭১৭ বার পড়া হয়েছে
ডেস্কঃ
এক ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ‘হয়রানি মূলক মামলা’র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে মৎস্য ভবন মোড় থেকে রমনা ও শাহবাগ থানা যৌথ টিম তাকে গ্রেপ্তার করে। এরআগে রবিবার রাতে রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন ঢাবির ওই ছাত্রী। মামলায় নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় নুরসহ মোট ছয়জন আসামি। বাকি আসামিরা হলেন হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন।