নারায়ণগঞ্জে করোনা ল্যাব উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ৩১১ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ
অবশেষে সকলের কাঙ্খিত জেলা নারায়ণগঞ্জে সর্বপ্রথম সরকারি পিএসআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এখন জেলায় করোনা চিকিৎসার পাশাপাশি নমুনা পরীক্ষা করা যাবে। একদিনে সর্বোচ্চ ৯০ টি নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে।২৪ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে নমুনা পরীক্ষার ফলাফল।
বুধবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান ল্যাবটির উদ্বোধন করেন।
সেলিম ওসমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ছিলেন বলেই আমরা এই পিসিআর ল্যাব স্থাপন করতে পেরেছি। দৈনিক ৯০টি নমুনা টেস্ট করতে পারা যাবে এ ল্যাবে। সাধারণ সর্দি, কাশি হলেই হাসপাতালে ভিড় করবেন না। চিকিৎসকের পরামর্শমতে করোনা পরীক্ষা করতে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীমউদ্দীন, জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ ইমতিয়াজ, এএসপি সালাউদ্দিন আহমেদ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।