ঈদে মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে ফেনীতে মিছিল
- আপডেট সময় : ০৫:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ৪২১১ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি :
বিশ্ব নবীর আগমনের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন উপলক্ষে ফেনী শহরে এক জসনে জুলুস/আনন্দ মিছিলে করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফেনী জেলা শাখা |
আজ বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে মিছিল টি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ সৈয়দ আমির উদ্দিন প্রকাশ পাগলা মিয়া (রহঃ) এর মাজার শরীফে গিয়ে মিলাদ, মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় |
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফেনী জেলা সভাপতি আল্লামা এমএ মনসুর মোল্লার সভাপতিত্বে মিছিল পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন জসনে জুলুস উদযাপন কমিটির আহবায়ক খোন্দকার নজরুল ইসলাম, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, শাহজাদা মাওলানা আইনুর রেজা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ফেনী জেলা সভাপতি মাওলানা মহি উদ্দিন , সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন চৌধুরী , ইমাম গাজ্জালী একাডেমীর চেয়ারম্যান আল্লামা হাসনাইন আহমদ আল কাদেরী,ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি এবিএম আরাফাত মোল্লা , মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরী, আশেকানে আউলিয়া পরিষদের জেলা সভাপতি মুজিবুল হক কামিল , সহ সভাপতি আবুল বশর চিশতী, নুরুল আলম হক ভান্ডারী, পাগলা মিয়া রহ: এর মাজার শরীফের খাদেম সৈয়দ রেজাউল করিম সোহেল ও মাওলানা সিরাজ উল্লাহ |
জসনে জুলুস ও আনন্দ মিছিলে মহিপাল সিরাজীয়া দরবার, হক ভান্ডার দরবার, মইনিয়া মাইজভাণ্ডার, সিরাজীয়া জাকেরীন সংঘ, বারাহীগুনি দরবার, ফুল হুজুরের দরবার,পানুয়া দরবার, কামাল মামা শাহ দরবার, আবদুর রব মামা শাহ দরবার ও মাইজভাণ্ডারী আশেকানে এসোসিয়েশনের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন |