কবিরহাটে সিএনজি-হ্যান্ডটলি সংঘর্ষে নিহত-১, আহত-৩
- আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ৫১১৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি ও হ্যান্ডটলির (টাক্টর) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে শাহিন আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠান বাড়ী সংলগ্ন বেঁড়ি বাঁধের ওপর এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহিন আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজি যোগে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর নিজ বাড়ীতে যাচ্ছিলেন শাহিনসহ তিনজন। পথে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠান বাড়ী সংলগ্ন বেঁড়ি বাঁধের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডটলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শাহিন আক্তার নিহত ও চালকসহ আরও তিনজন আহত হন। আহত দুই যাত্রীর অবস্থা আংশকাজনক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।